আমার দেশ
শংকর ব্রহ্ম

আমার দেশ মহান ভারতবর্ষ
যেখানে গরীবরা আরও গরীব হয়
ধনীরা টাকার কালো পাহাড়ে চড়ে,
প্রতিভাবানেরা এখানে অনাহারে মরে
ভাল লোকেরা নানা ভাবে অপদস্ত হয়,
নির্ঝঞ্ঝাট মানুষের উপর যত ঝঞ্ঝাট নেতারা তুলে দেয়।

এখানে বড় বড় ভাষণ আর আশার বাণী শুনিয়ে
ভোটে জেতা যায় স্বজন পোষণ চলে সর্বত্র হায়
ঘুষ দেওয়া নেওয়া এখানে রীতিমত অপরিহার্য
ন্যায় নীতির আশা করা ভীষণ রকমের অন্যায়।

এইসব দেখে আমাদের মতো সব মূর্খ নাগরিক
তালে তাল দিয়ে যাচ্ছি ঠিক।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন