সঙ্গী যাদের ফেসবুক
শংকর ব্রহ্ম
টুকটাক বাইরের কাজকর্ম সেরে
ঢুকে পড়ি আমি টুক করে
ফেসবুকের ভিতরে,
আনন্দে কেটে যায়
তাকে নিয়ে সারাদিন ধরে।
এই করেই যে কাটছে আমার
কয়েকটি বছর ধরে
হেডমাষ্টারি থেকে ষাট বছরে
অবসর নেওয়ার পরে।
এখানে কত সুজন সখা
এখানে কত সাথী,
কালকে যাকে চিনতামও না
বন্ধু রাতারাতি।
কেউ আসে, কেউ ফিরেও যায়
থাকে না চিরকাল,
বলতে পার এই সময়ে
এটাই- যুগের রীতি, হাল।
তাই, ভাবি না আর ও সব নিয়ে –
যে থাকে, তাকে রাখি
মনে থাকে না তাদের কথা,
যায় যারা, বাদ বাদ বাকি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন