শংকর ব্রহ্ম

গল্প - সিদ্ধান্ত

শংকর ব্রহ্ম
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ ছোটদের, জীবনবাদী

সিদ্ধান্ত
শংকর ব্রহ্ম

একদেশে এক রাজা ও রাণী ছিলেন। তাদের বাগানে একটা নটে গাছ ছিল। তারা দু’জনেই গাছটিকে খুব পছন্দ করতেন। প্রতিদিন সকালে উঠে রাণী তাতে জল দিতেন। রাজা বিকেলবেলা, পোকা লাগা মরা পাতাগুলি ছেঁটে দিতেন। এইভাবে রাণীর সেবা আর রাজার যত্ন পেয়ে গাছটি ডগমগ করে বড় হয়ে উঠতে লাগল।

একদিন একটি ছাগল তা দেখতে পেয়ে, বাগানে ঢুকে নটে গাছটি মুড়িয়ে খেয়ে চলে গেল।
সকালে জল দিতে এসে রাণী তা দেখতে মুষড়ে পড়ে রাজার কাছে ছুটে গিয়ে তা জানালেন। রাজা শুনে মর্মাহত হয়ে পড়লেন।
রাজা ও রাণী ভাবলেন, এরপর আমাদের আর বেঁচে থেকে লাভ কি? তাই তা’রা দু’জনেই সিদ্ধান্ত নিলেন, রাজপ্রাসাদ থেকে বাগানে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবেন।
তা জেনে ছাগলটি তাদের কাছে এসে নিজের অপরাধ স্বীকার করে, উপযুক্ত শাস্তি প্রার্থনা করল।
রাজা রাণী ছাগলের কথা শুনে, তার শান্তি স্বরূপ ছাগলটিকে তাদের কাছে চিরদিন বন্দী করে রাখার জন্য রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং নিজেদের আত্মহত্যার সিদ্ধান্ত পরিত্যাগ করলেন।
ছাগলটিকে নিয়ে এখন তা’রা মহা সুখে আছেন।

১৭
মন্তব্য করতে ক্লিক করুন