স্পর্শকাতর
শংকর ব্রহ্ম

প্রথমে তো হলো পরিচয়
তারপর কিছুদিন দেখা-সাক্ষাৎ
তারপর বললাম, হাতে রাখি হাত?
কি বলবে, ছিল মনে ভয়।
দ্বিধা-দ্বন্দ ভরে শেষে নিম রাজী হলে।
বললাম, চোখ রাখি চোখে তাহলে?
শুনে, উচ্ছল হাসিলে।
যখন বললাম , ঠোঁটে রাখি ঠোঁট?
শুনে যেন আঁতকে উঠিলে
ঠোঁট শব্দটাই এত স্পর্শকাতর,
তখনও ছুঁইনি আমি কিছু আর
বলেছি শুধু, কথাগুলি বলার।

জানি জিব, জিনিষের স্বাদ গ্রহণ করে,
কিন্তু ঠোঁট কি গ্রহণ করে?
ঠোঁটের স্পর্শ না পেলে তোমার
তা আমি বুঝি যে কি করে?

পরে পড়বো
২১
মন্তব্য করতে ক্লিক করুন