সৃজন
শংকর ব্রহ্ম

চারিদিকে আজ শুধু বৃষ্টি ভেজা দিন
এখন লেখার মতো কিছু ক্ষীণ অনুভাব নেই
তবু সে পিছু ছাড়ে না কিছুতেই
নাছোড় বান্দার মতো করে
অকস্মাৎ চড়ে বসে ঘাড়ে
আমি তাকে অপমান করি
অপমানে ক্ষুব্ধ হয় সে
বোঝে না যে
মাঝে মাঝে গাঁদ জমে হৃদয়ে তাহার
যেমন তোমার আমার

সাত চড়ে রা কাড়ে না,
আজকাল আর এমন সুবোধ বালক কই
সৃজন তো তেমন অনাবিল ভিন্ন কিছু নয়
অভিমান তারও হয় সে-ও রয় দূরে
খুব বেশী দূরে নয় আসে পাশে ঘোরে
সৃষ্টি নামে সেই প্রিয়সই।

৬১
মন্তব্য করতে ক্লিক করুন