স্বাধীনতা – ১.

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

স্বাধীনতা - ১.
শংকর ব্রহ্ম



আমরা কেউ কোন অভিযোগ করতে পারি না
কেন না আমরা কেউই এর বাইরে নয়
তবু আমরা বিস্মৃত হই না যে আমরা ক্ষুধার্ত

ঘাস বেড়ে ওঠে দিন দিন জাতীয় উৎপাদন
কেউ আমরা গরু ছাগল নই
কে বোঝাবে কাকে?
স্মৃতি তবু বেড়ে ওঠে আর বাড়ে ইতিহাস

প্রতিবাদের রাস্তাগুলি সবই বন্ধ
আর জিনিষের দাম বাড়ছে ক্রমশই
অথচ কোন বিপদ সংকেত নেই
যে যেমন পারে টিকে থাকছে

এখন শূন্যতা শুধু ধু ধু মাঠ জুড়ে
তবু আমরা কোন অভিযোগ করতে পারি না
কারণ আমরা স্বাধীনতা পেয়েছি
সত্তর বছর আগেই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন