স্বগত
শংকর ব্রহ্ম
মানুষের কথা এবার না লিখলেও চলবে
তাদের নিয়ে অনেকেই ভাবছে
আমাকে গাধাদের নিয়ে কিছু লিখতে হবে
কারণ সকলেই তাদের ব্যাপারে নীরব।
গাধারা খুব নির্বিরোধী,আজ্ঞা ও ভারবাহী
এবং সর্বোপরী প্রতিবাদহীন।
(এলান মার্শালের একটি গল্পে পড়েছিলাম
সার্কসের তাঁবুর বাইরে
দর্শকদের আনন্দ দানের জন্য
একটি গাধা বাঁধা থাকত শক্ত দড়ি দিয়ে
দর্শকরা তাঁবুর ভিতরে ঢোকার আগে
খুশি মতন চড় চাপাটি মারতেন তার
মাথায় পিঠে পাছায় আর মজায় হাসতেন
গাধাটি একদিন খুব বিরক্ত হয়ে
তাদের আহাম্মক বানিয়ে কামড়ে দিল
একজনের হাতে আচমকাই
অস্টেলিয়ান গাধা যা পারে
আমাদের দেশের গাধারা সেটুকুও পারে না)
গাধা প্রসঙ্গ এলে ভেড়াদের কথা মনে পড়বেই
তাদের সম্পর্কে কিছু বলা উচিত
ইচ্ছে হলে আপনারা কেউ কিছু বলতে পারেন
তবে আমি বলব খচ্চরদের কথা
স্বভাবতই আমাদের মধ্যে যাদের বসবাস
জীবনে একটাও খচ্চর দেখেনি
এমন মানুষ বিরল
আর আমার আপনার তো প্রতিনিয়তই
তাদের সঙ্গে ওঠা বসা
অথচ কি করে যে এতদিন
তাদের সম্পর্কে নীরব রয়েছি
ভাবতে আশ্চর্য লাগে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন