কবিতা - স্বপ্নকথা – (৫) শংকর ব্রহ্ম অনুকাব্য, প্রেমের কবিতা স্বপ্নকথা – (৫) শংকর ব্রহ্ম আমি যে রয়েছি বসে মৃত এক পৃথিবীর পরে চারপাশে মৃত সব মানুষেরা ঘোরা ফেরা করে, খায়-দায় কথা বলে প্রাণের স্পন্দন নেই তাতে এবং ঘুমাতে যায় স্বপ্ন আঁকে না আঁখি পাতে। ♥ ০ পরে পড়বো ৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন