শংকর ব্রহ্ম

কবিতা - স্বর্গ দেবতা

শংকর ব্রহ্ম

স্বর্গ দেবতা
শংকর ব্রহ্ম

পাথরও দেবতা হতে চায়,
একটি পাথর হেঁটে এসে বসেছে গাছের পায়ের কাছে,
তারও দেবতা হতে সাধ, মানুষের পূজা চাই তার
যে ভাবে পূজা পায় দেবতা অগাধ।
সারমেয় এক স্বর্গে যেতে চায়,
মানুষের পায়ের কাছে এসে সে-ও বসেছে সহজে
তারও সাধ স্বর্গে যাবে মানুষের সাথে।

পরে পড়বো
৬৩
মন্তব্য করতে ক্লিক করুন