শংকর ব্রহ্ম

কবিতা - তিলোত্তমা

লেখক: শংকর ব্রহ্ম

তিলোত্তমা
শংকর ব্রহ্ম

‘কলকাতা একদিন তিলোত্তমা হবে’
স্বপ্ন দেখছিল প্রিয় জীবনানন্দ কবি,
ভাগ্যিস দেখতে হয়নি তাকে তবে
কলকাতার এমন নির্মমতার ছবি।

খুন ও ধর্ষণে কলকাতা হয়েছে তিলোত্তমা
মনে প্রাণে অপরাধীদের শাস্তি চাই আজ,
এইসব কবছে যারা তাদেব করো না ক্ষমা
তিলোত্তমাকে খুন ও ধর্ষণ যাদের কাজ।

কলকাতার ভয়াল রূপ দেখেনি যে আগে
এইকথা বলছে সমস্বরে পৃথিবীর সবাই,
তাই আজ বুক আমার ফেটে যায় রাগে
এমন নির্মম অপরাধের কোনও ক্ষমা নাই।

১১৫
মন্তব্য করতে ক্লিক করুন