তীর্থ
শংকর ব্রহ্ম
বাহান্ন তীর্থের পূণ্য অর্জন করেছি
আমি তোমার হৃদয় ভ্রমণ করে
কেউ তা বিশ্বাস করেনি,
ওরে আহাম্মক
ভ্রমণ রমণ নয় কবির নিকট।
তোমার হৃদয় তীর্থস্থান ভেবে
আমি তন্ন তন্ন করে দেবতা খুঁজেছি
পাইনি কোথাও,
এ আমার ব্যর্থতা নাকি যথার্থ সঞ্চয়
তুমি বলে দাও।

মন্তব্য করতে ক্লিক করুন