তোমার জন্য – তিন
শংকর ব্রহ্ম
চোখ বুজলেই নানা স্বপ্ন, চোখে এসে ভাসে
আর চোখ মেললে পরে?
তোমার মায়াবী মুখ হাসে,
এ’যদি অসুখ হয়, তবে সেটা না সারাই ভাল।
কানে কম শুনলেও,তোমার আপ্লুত স্বর
কেন যে হৃদয়ে ঢেউ তোলে?
এ শুধু পাগলামী নাকি আঁধি,
বল তো কে সারাতে চায় এই ব্যাধি?
কিন্তু কখনও যদি মনে ,
তোমার আমিষ গন্ধে
জিহ্বা ধারালো হতে চায়?
তবে সেই জিবে যেন
আমার বিবেক এসে, আলপিন ফোটায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন