উপেক্ষা
শংকর ব্রহ্ম

অন্ধ বাউল আমি একতারা হাতে
নদীর এপারে বসে আপন খেয়ালে ভাসি
নদী তার আপন স্বভাবে একদিন হারায় নিজেকে
কবিতা কবিকে চায় কবিও তো চায় তাকে
মাঝখানে থাকে তবু বিস্তর ফারাক
কবি সেটা জানে কবিতারও অজানা তা নয়
অন্ধের অনুভবে বোঝা আমার কবিতা
গ্রানাইট পাথরে কোঁদা
সাওতাল যুবতী ঘরে ফেরে কাজ সেরে
আপন মনেই আমাকে উপেক্ষা করে।

১৩১
মন্তব্য করতে ক্লিক করুন