শংকর ব্রহ্ম

কবিতা - ভাল মানুষ

লেখক: শংকর ব্রহ্ম

ভাল মানুষ
শংকর ব্রহ্ম

মারতে মারতে ভেঙে দেব তোর পা
তুলে দেব তোর বাস,
ছেড়ে যেতে হবে গাঁ
যদি আমার বিরুদ্ধে কভু যাস
মাটির তলায় পুঁতে দেব তোর লাশ
ভোটটি যদি আমায় দিতে না চাস।

মুখোশ পরা মানুষগুলো চিনতে পারি না
নামী দামী লোকের আমি ধার তো ধারি না
ভাল মানুষ চাই
কোথায় গেলে পাই?
সেটাই আমি কিছুতেই যে বুঝতে পারি না
মুখোশআটা মানুষগুলো চিনতে পারি না।
P

৯৮
মন্তব্য করতে ক্লিক করুন