শংকর ব্রহ্ম

কবিতা - ভাষা শেখা

শংকর ব্রহ্ম

ভাষা শেখা
শংকর ব্রহ্ম

মুখ যখন কথা বলে
চোখ খুলে কান শোনে,
মুখ যখন আপনিই থেমে যায়,
তখন কথা বলা শুরু করে চোখ,
চোখও যখন থেমে যায়
কথা বলা শুরু করে মন।

এ’ভাবেই শরীরের প্রতিটি কোষ কথা বলে,
আমি টের পাই, বুঝতে পারি ভাষা তার।

মানুষের মুখের ভাষাই শুধু
জানি না বুঝি না এখন আর।

পরে পড়বো
২২
মন্তব্য করতে ক্লিক করুন