ভাসমান ফুল
শংকর ব্রহ্ম
আমরা সকলে ভাসমান ফুল
জীবন স্রোতে
কেউ কেউ ফোটে
কেউ বা ফোটে না
কারো কিছু জোটে
কারো বা জোটে না
কী বা যায় আশে তাতে?
কেউ যাতে ওঠে
কেউ বা ওঠে না
কি যে হলো তাতে বলো?
আমরা সকলে ভাসমান ফুল
জীবন স্রোতে
শুধু সামনে এগিয়ে চলো।

মন্তব্য করতে ক্লিক করুন