শংকর ব্রহ্ম

কবিতা - ভাষার জন্য

শংকর ব্রহ্ম

ভাষার জন্য
শংকর ব্রহ্ম

বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের ভাষা
গোপন গহীন মনের আশা,প্রাণের মধ্যে ভালবাসা,তার জন্য
বাংলা ভাষার কথা ভেবে,একটি জাতি ধন্য।

ভাষার জন্য প্রাণ দিয়েছে,এমন মানুষ কই
খুঁজলে পাবে সই?
খুঁজলে পাবে সে’সব মানুষ বাংলাদেশে অই

সবার জন্য বাংলা ভাষা সবার জন্য সব
আমার চাই দু’মুঠো ভাত, তাই করেছি অনুভব
ভাষার জন্য লড়াই করা তাদের শোভা পায়,
নিরন্ন পেটে যাদের দুঃখে মহান দিনটা যায়।

মনে যখন রঙ ধরেছে তখন কী আর চাই
ফাগুনরঙা আগুন পেলে জ্বালিয়ে দিতাম ভাই।

ভাষা নিয়ে রাজনীতি আর
এমন নোংরা খেলায় মাততে চায় না মন,
কিন্তু প্রান্ত বেলায় এসে যখন সেটা করি অনুভব
চারিদিকে ঘিরছে দেখি আমায় ক্রীতদাসেরা সব।

পরে পড়বো
৩০
মন্তব্য করতে ক্লিক করুন