ভয় ভাবনা – (২).
শংকর ব্রহ্ম
ভয় ভাবনা - (২).
শংকর ব্রহ্ম
-----------------------
যা যা সব থাকবার কথা
সবই ছিল চরাচর জুড়ে,
শুধু তুমি ছিলে না বলেই
বুক জুড়ে ছিল না কিছুই।
তোমাকে বোঝেনি কেউ
ধিকিধিকি নীল যন্ত্রণায়
তোমাকে চেয়েছি কত
সর্বদাই মূঢ় চেতনায়।
চাঁদের সাথে মধ্যরাতে দেখা হঠাৎ
জানলা দিয়ে ঢুকছিল সে ঘরে আমার,
জানলা আমি বন্ধ করে
চুপটি করে বসে থাকি।
হঠাৎ কারও পড়লে চোখে
বলো দেখি ভাবতটা কি?
নিজের মুখটা চিনি না নিজেই ,
হ মুখোশেই পরিচিত
মনটা নিজের হারাল কোথায় ,
আজ যে আমি বড় ভীত।
শংকর ব্রহ্ম
-----------------------
যা যা সব থাকবার কথা
সবই ছিল চরাচর জুড়ে,
শুধু তুমি ছিলে না বলেই
বুক জুড়ে ছিল না কিছুই।
তোমাকে বোঝেনি কেউ
ধিকিধিকি নীল যন্ত্রণায়
তোমাকে চেয়েছি কত
সর্বদাই মূঢ় চেতনায়।
চাঁদের সাথে মধ্যরাতে দেখা হঠাৎ
জানলা দিয়ে ঢুকছিল সে ঘরে আমার,
জানলা আমি বন্ধ করে
চুপটি করে বসে থাকি।
হঠাৎ কারও পড়লে চোখে
বলো দেখি ভাবতটা কি?
নিজের মুখটা চিনি না নিজেই ,
হ মুখোশেই পরিচিত
মনটা নিজের হারাল কোথায় ,
আজ যে আমি বড় ভীত।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন