শংকর ব্রহ্ম

কবিতা - ভুল

লেখক: শংকর ব্রহ্ম

ভুল
শংকর ব্রহ্ম

শব্দের ভিতরে রঙ খুঁজে ছিল অন্ধ আতুর
কালা জেনে শব্দে তার দিয়ে ছিল সুর
আর তার গান শুনে খুশী হয়ে
ফুটে ছিল পৃথিবীর গাছে যত ফুল
তাই দেখে বিলকুল খুশী হয়ে
বেঁচেছিল জগতের যত প্রাণীকুল
ভুলেও ভেব না কেউ
এই সব কথাগুলো ভুল।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন