ভুল
শংকর ব্রহ্ম
তুমি খুব ভুল করেছ,আমায় ভালবেসে
আরও কত মানুষজন, তোমার আশেপাশে।
তুমি মোটেই ঠিক করোনি,
চাঁদের জ্যোৎস্না মেখে
আজও অনেক সুজন তোমায়
মনের কথা লেখে।
তুমি খুব ভুল করেছ,আমার কথা ভেবে
এমন কত স্বজন আছে,বুকে টেনে নেবে,
তুমি মোটেই ঠিক করোনি,
আমার কথা লিখে
কত কবি কাব্য লেখে
তোমার কাছে শিখে।
তুমি খুব ভুল করেছ, আমায় ভালবেসে
চাঁদ তারা নদী বাতাস, এ’সব শুনে হাসে।

মন্তব্য করতে ক্লিক করুন