শহরের নামকরা চোর দু’জন, রঘু আর মধু। শহরের সব দামি জিনিস চুরি করে তারা। একবার ঠিক করলো, শহরের সব থেকে বড়ো ধনী লোকের বাড়ি চুরি করবে। এই ধনী লোকটি খুব বুদ্ধিমান ও চালাক। তাই তারা একটু চিন্তিত। তবুও তারা পরিকল্পনা করে ফেললো।
গভীর রাতে রঘু আর মধু চুরি করতে এলো। অনেক কষ্ট করে তারা দেওয়ালে বেয়ে উঠলো। কিন্তু যেই না উপরে উঠেছে, ওমনি তাদের সামনে হাজির এক বিরাট কুকুর। কুকুরটি দেখেই মনে হলো, এটি বোধহয় একটা বাঘ। রঘু আর মধু ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলো।
রঘু ভয়ে ভয়ে বলল, “মধু ভাই, এই কুকুরটা তো আমাদের শেষ করে দেবে।”
মধু বলল, “আরে দূর! এতো ভয় পেলে চলবে না। আমি একটা বুদ্ধি বের করেছি। আমার পিঠের উপর উঠে পড়। আমি কুকুরটাকে ধরি।”
রঘু অবাক হয়ে বলল, “কি বলছো? এই বাঘটাকে ধরবে?”
মধু বলল, “আরে বাবা, এটা বাঘ নয়, কুকুর।”
রঘু আর কিছু না বলে মধুর পিঠের উপর উঠে পড়লো। মধু ধীরে ধীরে কুকুরটার দিকে এগিয়ে গেল। কুকুরটা তখন লেজ নাড়তে শুরু করলো। মধু অবাক হয়ে দেখলো, কুকুরটা আসলে একটা পুতুল।
রঘু তখন মধুর পিঠ থেকে নেমে বলল, “আরে দূর! এটা তো একটা পুতুল।”
মধু হেসে বলল, “আমি তো জানতামই। আমি খালি তোমাকে ভয় দেখাচ্ছিলাম।”
রঘু বলল, “আরে বাবা, তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে? আমি তো ভয়ে মরিই গিয়েছিলাম।”
তারা দু’জন মিলে হাসতে লাগলো। ধনী লোকটি তখন ঘরের ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে হাসছে।
তারা আর কিছু চুরি না করেই সেখান থেকে চলে গেল।

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
১৭
মন্তব্য করতে ক্লিক করুন