বাঁচতে চাই
– শাহ্ আলম আল মুজাহিদ

এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই
আমরা কলকারখানার শ্রমিক
এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই
আমরা জাহাজের নাবিক
এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই
আমরা বাজারের দর্জি
আমরা বাঁচতে চাই;
মানব–প্রকৃতির বুকে বেঁচে থাকার কত সাধনা।

এই বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল যাযাবর
এই বাঁচার জন্য শিকারের হাতিয়ার গড়েছিল কামার
এই বাঁচার জন্য আগুন আবিষ্কার করেছি আমরা
বুদ্ধিজীবী মানুষ;
এই বাঁচার জন্য আমরা বনচারী
প্রকৃতির কোলে ফলমূল কুড়িয়েছি কত সহস্র বছর
কত চাষাবাদের কলাকৌশল শিখেছি;
আবার বেঁচে থাকার জন্য
আমাদের ভাবনার অন্ত নেই—এখনো।
আমরা উদ্ভাবনী মানব
বাঁচার জন্য তৈরি করেছি আত্মঘাতী বোমা।
পৃথিবীজুড়ে গড়েছি অগনিত হাসপাতাল।

বাঁচতে চাই যারা স্বদেশ ভালোবাসি।
বাঁচতে চাই যারা বৃক্ষ ভালোবাসি।
বাঁচতে চাই যারা সঙ্গীত ভালোবাসি।
বাঁচতে চাই যারা ভালোবাসি পাখিদের ধ্বনি
হিল্লোলিত নদ–স্রোতে যারা ভাসতে জানি।

এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই—
নিজ ঘরে শান্তিতে বাঁচার আশা
মায়ের ভালোবাসা নিয়ে বাঁচার আশা
বন্ধুর আশ্বাসে বাঁচার আশা
সংসারের স্বপ্ন নিয়ে বাঁচার আশা।

আমরা যুদ্ধবিধ্বস্ত, ট্রয়–নগরের আত্মা
আমরা বাঁচতে চাই;
আমরা জয়নুলের আঁকা দুর্ভিক্ষের ছবি
মুমূর্ষু কঙ্কাল নর–নারীর
আমরা বাঁচতে চাই।
আমরা বাংলার নীলচাষি
বাঁশের কেল্লা গড়েছি বাঁচার তাগিদে
আমরা বাঁচতে চাই;

আমরা পুষ্প ভালোবাসি
আমরা বাঁচতে চাই
নোংরা ধুলি–বালি থেকে বাঁচার স্বপ্ন—
ঝড়ো বাতাস থেকে বাঁচার স্বপ্ন
হায়েনার থাবা থেকে বাঁচার স্বপ্ন।

আমরা হিরোশিমা ও নাগাশাকির বিকলাঙ্গতা থেকে বাঁচতে চাই
আমরা আমাদের জন্মগত অধিকার চাই
আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দাও
আমরা বাঁচতে চাই।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন