গাছ লাগানো পরম ধর্ম,
যদি বোঝো এর প্রকৃত মর্ম—
পরিবেশ রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম।
ঘরবাড়ি, আসবাবপত্র,
জীবনের প্রতিটি অধ্যায়—
গাছের আশ্রয়ে পূর্ণ হয় প্রতিক্ষণ।
গাছ বাতাস করে বিশুদ্ধ,
পরিবেশ রাখে তারা শুদ্ধ,
দুর্যোগে দাঁড়ায় রক্ষার প্রাচীর হয়ে।
গাছ সবাইকে আহার দেয়,
গাছ সবাইকে ছায়া দেয়,
প্রাণীর রোগ-বালাই কমাতে থাকে সহায়।
অক্সিজেনহীন পৃথিবীতে
সব প্রাণীই হারাবে প্রাণ—
এই অক্সিজেন তো গাছই উৎপাদন করে।
গাছহীন পৃথিবীতে
হাসে মরুর দুষ্টু হাহাকার—
তাই গাছের আছে গুণাগুণ অপার।
গাছ লাগাও, পরিবেশ বাঁচাও,
পরিচর্যা করো এই প্রাণের ধারা।
সভ্য সমাজ গড়তে, এসো একহয়ে—
গড়ি মোদের এ সবুজের ধরা।

মন্তব্য করতে ক্লিক করুন