দেশের হৃদয়ে ধুলোর চাদর ঝরছে,
অন্ধকার নেমেছে, আলো হারিয়েছে পথ।
যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে,
বিপ্লবের গান এখন বিষাদে ভাসে।
নির্বাচনের আগে চাই সংস্কার,
নদীর মত বয়ে যেতে হবে,
শুদ্ধ জলে ভরে উঠতে হবে দেশ।
যেখানে দূর হবে কলঙ্ক,
যেখানে জন্ম নেবে নতুন সূর্য।
রাজনীতির মাঠে যেন ঘুরে আসে হাওয়া,
সত্য ও ন্যায়ের সুর বাজে সবার মাঝে।
দূর হোক লোভের লেজ,
দূর হোক ভ্রান্তির কাঁটা।
ড. ইউনূসের মুখে আজও বাজে ডাক,
নির্বাচনের আগে সংস্কারের আকুল আহ্বান।
তার ঝাঁকুনি যেন হৃদয়ে জাগায়,
বিচারের পথে নতুন আগুন জ্বালায়।
তাহলে আসো, সবাই মিলে বলি,
সংস্কার চাই, সংস্কার চাই—
যে বাতাসে বেঁচে থাকবে স্বাধীনতা,
যে আলোয় ফুটবে সত্য ও আশা।
সংস্কার চাই সংস্কার—
দেশের প্রতিটি গলি, প্রতিটি কোণে,
যেখানে গন্ধিত হবে মানবতার ফুল,
আসুন, ঐক্যবদ্ধ হই সেই পথের যাত্রী।

মন্তব্য করতে ক্লিক করুন