তুমি কে
তুমি হলে আমার আকাশ যাতে
থাকে হাজারো চাঁদ তারার সমাহার
তুমি হলে আমার রাত জাগার সঙ্গী
তুমি হলে আমার সেই সঙ্গী যার বুকে আমি মাথা রাখি নিধির্ধায়
তুমি হলে আমার সেই ভালোবাসা যার সীমানা হলো আকাশ ছোয়া
তুমি হলে আমার সেই সঙ্গী যার সাথে জীবন কাটাতে চাই আমৃত্যু
তুমি হলে আমার সেই সঙ্গী যার
হাত ধরে হাটতে চাই সারাজীবন
যদি তুমি রাখতে চাও আমায়
সঙ্গী হিসেবে তবে আমি থাকবো সারা জীবনভর তোমার পাশে
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন