সিয়াম আহমেদ

কবিতা - জন্মদিনের শুভেচ্ছা

লেখক: সিয়াম আহমেদ

আজকে তোমার জন্মদিন,,,
‎জীবনের ২১ বছর পুর্ণহলো,,,
‎জীবন বইয়ের আরেকটি অধ্যায় হারিয়ে গেলো,,,
‎তাই
‎জীবনের পাপ পুন্যের হাল খাতা খুলে দেখো,,,
‎কতটা পাথেও জমেছে প্ররিত্রানের জন্য,,,
‎কতটা জমেছে আগুনে পুরার জন্য,,,
‎জীবনের আরেকটা অধ্যায় খুলার আগেই একটু সচেতন হও,,,
‎তওবা করো,,,
‎পাপের সম্রাজ্য ভেঙে চুড়ে পণ্যের ভুবন গড়ে তোল
‎নতুন জীবনের সূচনা কর
‎প্রণয়ের মোহে নয়,
‎হৃদয়ের সহচরী খোঁজো—একজন সত্যিকারের অর্ধাঙ্গিনী খুজো। যে তোমার বংশবিস্তারে সহযোগী হবে।
‎তোমার জন্য সর্বদা দোয়া ও শুভকামনা রইলো,,,
‎যেন জীবন যুদ্ধে জৈই হয়ে পরকালেও যেনো সফল হও।

২২
মন্তব্য করতে ক্লিক করুন