সিয়াম আহমেদ

কবিতা - মা

লেখক: সিয়াম আহমেদ


‎তুমি হে প্রবীণ মানুষ ভুলিয়া কি গেছো নবীন কাল,
‎কে তোমায় ভবে আনিয়াছিল করিয়াছিলো আহার।
‎নিশার্থ সে জননী তোমার করেছেন জন্মদান।
‎যার কলিজার অধ রাখিয়াছে তব দির্ঘ দশমাস। 
‎তদা নাড়ি কাটিয়া ভূমিষ্ট করিলো,
‎দুগ্ধ করিলো দান।

‎বক্ষে তাহার ধরিয়া তোমায় করিলো মানব যার,
‎ জ্ঞান বুদ্ধি যে ছিলো না কিছুই
‎ছিলা যে ছোট্ট শিশু।
‎তুমি বেভোনা কবু ইহ জগতে হয়েছ বড় একা,
‎সে কত শত রাত জাগিয়া ছিলো,
‎তোমায় নিদ্রাদেওয়ার আশা।

‎তুমি ছিলে মানব শিশু মনে রেখো তাহা
‎ছিলেনা গাভির ছানা।
‎যে জন্মপরেই একাকি হাটে পায়না কারো দেখা।
‎তুমি মানব শিশু ভুল না কবু
‎নও গাভির ঐ ছানা।

‎মা’কে তুমি দিও না আঘাত করিওনা কবু হেলা,
‎তুমি ইহ জগতে সমতুল্য তার পাবে না কারো দেখা,
‎মায়ের স্নেহ মায়ের আদর মায়ের ই ভালোবাসা
‎নিঃস্বার্থ যার সবই যে তোমার ভুলনা কবু তাহা
‎মা যে তোমার নয়ন মনি মহারানির অই তাজ
‎যা সর্বত্রই সম্মানিত ধনাঢ্য একাকার।

১২
মন্তব্য করতে ক্লিক করুন