ওহে প্রণয়িনী তুমি কোথায়,
আর কতকাল দৃষ্টিগোচর হয়ে থাকবে তুমি,
তুমি হীনা এই প্রণয়ের ঝর
আমায় বিষাদের অধতলে ডুবিয়ে দিচ্ছে
প্রণয়িনী আমার এই উদ্বেগে তোমার আবির্ভাব ঘটুক
উপপত্নী হয়ে নয়
বরং
জীবনসঙ্গী হয়ে এসো।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন