ওহে প্রণয়িনী তুমি কোথায়,
‎আর কতকাল দৃষ্টিগোচর হয়ে থাকবে তুমি,
‎তুমি হীনা এই প্রণয়ের ঝর
‎আমায় বিষাদের অধতলে ডুবিয়ে দিচ্ছে
‎প্রণয়িনী আমার এই উদ্বেগে তোমার আবির্ভাব ঘটুক
‎উপপত্নী হয়ে নয়
‎বরং
‎জীবনসঙ্গী হয়ে এসো। 

৫২
মন্তব্য করতে ক্লিক করুন