ধর্মে আছো জিরাফেও আছো ভারতীয় বাঙালি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ, যেটি ১৯৬৫ সালের অক্টোবরে (আশ্বিন ১৩৭২ বঙ্গাব্দ) বীক্ষণ প্রকাশ ভবন কর্তৃক প্রকাশিত হয়। কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কণ করেছেন নিতাই ঘোষ।
শক্তি চট্টোপাধ্যায় এই কাব্যগ্রন্থ রচনার প্রসঙ্গে বলেছেন, তিনি এতে সচেতনভাবে রবীন্দ্রনাথের ভাষাভঙ্গিতে রচনার চেষ্টা চালিয়েছেন।
এই কাব্যগ্রন্থে সর্বমোট ৮৫ টি কবিতা সংকলিত হয়েছে।
ধর্মে আছো জিরাফেও আছো
প্রকাশনা: বীক্ষণ প্রকাশ ভবন
প্রকাশক: বীক্ষণ প্রকাশ ভবন
প্রচ্ছদ শিল্পী: নিতাই ঘোষ
প্রকাশিত বছর: ১৯৬৫
উৎসর্গ: শক্তি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন \'আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে\'
৬০৭

মন্তব্য করতে ক্লিক করুন