কেউ কি যাবে? কেউ কি চলে যাবে?
যেভাবে জল জলের মতো যায়
যেভাবে ফুল ফুলের দিকে চায়
সেভাবে কেউ নিজেকে ফিরে পাবে!
কেউ কি যাবে? কেউ কি চলে যাবে?
ভালো থাকার ভিতরে ভাঙে ঘর
সর্বনাশ হবে স্বয়ম্বর
অন্ধকার হাঁ করে গিলে খাবে
কেউ কি যাবে? কেউ কি চলে যাবে?
সহজ শুধু যাওয়াই, ফিরে আসা
কঠিন, বড়ো কঠিন ভালোবাসা
কঠিন, বড়ো কঠিন ভালোবাসা
কেউ কি যাবে? কেউ কি চলে যাবে?

মন্তব্য করতে ক্লিক করুন