শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - কিছুতে মেলেনি

লেখক: শক্তি চট্টোপাধ্যায়

এরকম হয়েছে দু-দিনই।

মধ্যরাত, জ্যোৎস্না উঠেছিল,
কানাগলি জুড়ে বান ডেকেছিল তা থৈ তা থৈ,
বাতাস মরমী ছিল,
সড়কের বাতি ছিল কিছু মনমরা,
ঔদাসীন্য-মাখা ছিল প্রাসাদ-দরজা।

কিন্তু, বহু ভাবে চেনা নিজের বাড়িটি-
খুঁজে-খুঁজে খুঁজে-খুঁজে কিছুতে মেলেনি
একদিন, পরেও একদা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন