নিউ নেশা
শামীম আজাদ
সাপ ও শ্বাপদের সাথে সহবাসে আছি
বর্ষাদেহে বীজ নিয়ে মেতেছে তারাই
যতটুকু ভয়ের নিলয়, তার বাইরে
এই দাঁত, এই মুখ আর তব হাওয়ার চিবুক।
এ দেহে এখনো কি মধু আছে
কী তার এমন কারণ
আর আমিও সুবাসী কি-না তাহা তো জানি না
জানি শুধু বাঁ-পাশে
দীর্ঘ বীর্য বসে আছে,
সেই ভোর রাত থেকে
কখন চিবুক থেকে
তুলে নেবে কৃষ্ণের কূহক
স্নেইক স্কিন, সিল্ক ত্বক—এখনো কামুক।
বর্ষাদেহে বীজ নিয়ে মেতেছে তারাই
যতটুকু ভয়ের নিলয়, তার বাইরে
এই দাঁত, এই মুখ আর তব হাওয়ার চিবুক।
এ দেহে এখনো কি মধু আছে
কী তার এমন কারণ
আর আমিও সুবাসী কি-না তাহা তো জানি না
জানি শুধু বাঁ-পাশে
দীর্ঘ বীর্য বসে আছে,
সেই ভোর রাত থেকে
কখন চিবুক থেকে
তুলে নেবে কৃষ্ণের কূহক
স্নেইক স্কিন, সিল্ক ত্বক—এখনো কামুক।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৪৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন