শামীম আজাদ

কবিতা - ঐশী

লেখক: শামীম আজাদ

‘জাগ্রত পীর’ বলে কথা আছে
শুনেছি যদিও
বলি তবে, সকলেই মন দিন
শুনুন সবাই
পিরানী আমিও।

না হ’লে স্বপ্নে কেন
পঙক্তি ভাসে পাখির মতন
আকাশ ঘোলাটে হলে
কোমল মেদের মতো
মেঘ ঘোরে কটি ঘিরে, রাত্রি চলে
পূর্ণমনে, প্রেমের তাড়ন!

চুয়াল্লিশ বছর ধরে কেন
আমারই চরণের পরে
শুয়ে আছে বিড়ালীর কানের নরম!
মহারাত হ’লে পরে
কবিতার অহি আসে
যেন কোনো জাগ্রত ওমের কারণ।

সারা গা জ্বর জ্বর করে
তলপেটে নড়ে ওঠে ঠোঁট
আগুন ঝাঁপাইয়া পড়ে
বাতে, পিঠে, গিঁঠে
নৃত্য করে চিরকুটে, মগজের তালে
আর আমি তা আটকে ফেলি
খামচি মেরে নিয়ে নিই
আমার অন্তর্জালে।

এ-দুখানা তরকারি হাতে
সজ্বী ফলে, শাঁস হয়
ঊষা বসে থাকে
দীর্ঘ দুপুর শেষে বালি থেকে
ফিন্কি দেয় দুধের নহর।

কাটে প্রাণ, কাটে সুশ্রী শৈশব
কাটে সূতানলি রাত
হাতের হলুদে উঠে আসে
শব্দগন্ধনূর।

বুঝি,
বিশ্বভাস্যে কবিরা যদি হয় পীর পয়গম্বর
আমিও পিরানী তবে
বহুদিন ধরে বিলাইতেছি কবিতার আতর।

২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন