এক দিন পান করে নিবো,
বিষাক্ত তোমার সব ভালোবাসা।
জ্বলসে যাক হৃদয়, কলিজা!
হয়তো এক ফোঁটা জলের জন্য ছটপট করবো!
তখন করুণা করতে এসো না।
তুমি তোমার ক্রোধ,
পর্যাপ্ত অনুতাপের বিষ ঢেলে দিয়ে চলে যেও,
তোমার চাহিদার অংক কষে।
আর এসো না কোন দিন,
আমি হিসাব মিলাতে মিলাতে না হয় সপে দেবো নিজেকে,
অজানা অচেনা কোন প্রাপ্তির পথে।
এতে বিন্দু মাত্র চোখ ভারি করো না তুমি,
তখন হয়তো এতো বড় উপহাস সহ্য হবে না আমার।

মন্তব্য করতে ক্লিক করুন