দুঃখের নদী আজ ঘুমোতে গেছে
সুখের স্মৃতি পাহারাদার হয়েছে।
আকাশ মাঝে রংধনুর ঢেউ সেজেছে
মেঘের আর্তনাদে নিরবতা নেমেছে।
আমি আজ কেউ নই তোমার বারান্দা’য়
সব ডুবে গেছে অমাবস্যার সন্ধ্যায়।
তুমি ছাড়া বাঁচা এতো বেঁচে থাকা নয়
তুমিহীন স্বপ্ন, দুঃস্বপ্ন হয়।
সম্পর্কের মূল্য হচ্ছে কত ব্যবচ্ছেদ
ভালোবাসার মাঝে আজও সময়ের কলহ ভেদ।
যাচ্ছে সব মিটবে নাম হবে প্রশ্নের শোধ
অবিশাপের রংমহল হবে বিষাক্ত তবুও নেই কোন বোধ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন