সামস রবি

কবিতা - নিষ্ফল অপেক্ষার দ্যুতি

লেখক: সামস রবি

প্রিয় নীলা কেমন আছো?
তোমার সুদৃড় মনের বাসনা গুলো কেমন আছে?
বকুল ফুলের তিক্ততা থেকে পালিয়ে গিয়ে! অর্কিডের বাসর বুঝে পেয়েছো তো?
সংক্ষিপ্ত অভিনয় ভুলেছো তো, দুর্দিন ভেবে।
প্রিয় শব্দটি শুনে তুমি বিরক্ত না হলেও, ঠোটের কোণে উপহাসের হাসি উজ্জ্বল হয়েছে, তা অজান্তেই বুঝতে পারি৷
আমি জানি আমার প্রিয়তায় এখন তোমাকে কোন রকম উদ্বেলিত করে না। যদি কখনো করেও থাকে তা আমি করুণা হিসেবে ধরে নিবো!
প্রচন্ড ইচ্ছা শক্তিকে জোড়ো করে বসি তোমার জন্য কিছু লিখবো
কিন্তু মুহূর্তেই পুড়ে যায় সব ব্যথার আগুনে।
তোমার করুণা গুলো আমাকে সাহসী করে তুলে,
কিন্তু প্রথম প্রহরের স্মৃতি আমাকে নিরুত্তাপ করে দেয়।
আবার খুব করে ক্রোধ নিয়ে সাজা-ই বিষাক্ত তীর,
কিন্তু শেষ অংশে এসে হয়ে যায় প্রেম-ক্রোধের মিশ্রিত অভিমান!
সত্যি বলছি তোমার জন্য এখন আমার শুধুই ঘৃণা।
এখনো আমি রাত জাগি, এলোমেলো অগোছালো
এখনো কথা জমিয়ে রাখি, বলতে পারিনা লিখতেও পারিনা
এখনো নিষ্ফল অপেক্ষার দ্যুতি নিয়ে আছি!
তবে এর কোন ব্যাখ্যা নেই আমার কাছে।
অনেক আগেই তো হত্যা করেছে আমাকে আমার থেকে!
তোমার কোণে, কেমন আছি আমি?
যদি কখনো সময় হয়, নিরুত্তর সিংহাসন থেকে নেমে, জানিও আমাকে!
আমার খুব করে জানতে করে..

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন