আমি নিঃসঙ্গতার প্রেমে পড়েছি
তাই’তো তোমার প্রেমে আর পড়তে চাই না,
আমি অবহেলায় বসত গড়েছি
তাই আর স্বপ্নের ঘোরে বাসা বাঁধিনা।
আমি বাবুই পাখি হয়ে ঝড়ের অপেক্ষায় আর রবো’না
মুক্ত স্বাধীন হয়ে গেছি, পরবাসী আর হবো’না।
বিচ্ছেদের স্বাদ তোমার না, প্রমাণ হয়েই আছো কালের পর কাল
যতদিন থাকবে আকাশ বাতাস চন্দ্র রাত।
নিয়মের তরে ক্ষণে ক্ষণে জেগে উঠি
অনিয়মের সবখানে কেঁদে ফিরি বাড়ী
নিত্য নতুন ব্যর্থতায় হারাবে সব কুঁড়ি
সুখের গোলযোগে আমার আছে দুঃখের সারি।

মন্তব্য করতে ক্লিক করুন