শামসুর রাহমান

কবিতা - জুতোর বাহার

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

একটা লোকের উঠোন-জোড়া
জুতোর বহর মস্ত।
জুতোর ভেতর লোকটা জানি
উঠত এবং বসত।
ঘরহারা কেউ ঝড়ের পরে
ধরলে ঘরের বায়না,
লোকটা তখন বলত ডেকে,-
“জুতোর ভেতর আয়-না?”

১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন