কবিতা - বোধ শঙ্খ ঘোষ সাম্য-জীবনমুখী কবিতা যে লেখে সে কিছুই বোঝে না যে বোঝে সে কিছুই লেখে না দু-জনের দেখা হয় মাঝে মাঝে ছাদের কিনারে ঝাঁপ দেবে কি না ভাবে অর্থহীনতার পরপারে! ♥ ০ পরে পড়বো ৫৫৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন