কবিতা - দোষ শঙ্খ ঘোষ বিবিধ কবিতা দোষী খুঁজতে খুঁজতে এতদূর আসা গেল। সবাই সবাইকে পরখ করে দেখছে এ না ও। ধরা যে শেষ পর্যন্ত যাবে না তাও অবশ্য জানতাম। এদিকে, ভিতরে তাকিয়ে দেখি ঘর আলো করে বসে আছে চামুণ্ডা তার দুকষ বেয়ে গড়িয়ে নামছে অবিরল পানের পিক। ♥ ০ পরে পড়বো ৬৮৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন