কবিতা - ইট শঙ্খ ঘোষ অন্যান্য কবিতা নষ্ট হয়ে যায় প্রভু, নষ্ট হয়ে যায়! ছিল, নেই- মাত্র এই; ইটের পাঁজায় আগুন জ্বালায় রাত্রে দারুণ জ্বালায় আর সব ধ্যান ধান নষ্ট হয়ে যায়। ♥ ০ পরে পড়বো ২৪৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন