শঙ্খ ঘোষ

কবিতা - রাঙামামিমার গৃহত্যাগ

লেখক: শঙ্খ ঘোষ

ঘর, বাড়ি, আঙিনা
সমস্ত সন্তর্পণে ছেড়ে দিয়ে মামিমা
ভেজা পায়ে চলে গেল খালের ওপারে সাঁকো পেরিয়ে–

ছড়ানো পালক, কেউ জানে না!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন