নরকের প্রান্তরে
সিয়াম আকন্দ
নরকের দুয়ার থেকে চেয়েছি তুমায়,
প্রেম ভালবাসা দিবে আমায়,
ও অদৃশ্য প্রেমী এসো তুমি,আমার নীড়ে ফিরে,
সম্মান দিয়ে রাখবো তুমায় মনের কুটিরে,
নরকের ওপারে আমি আছি দাঁড়িয়ে,
স্বর্গের কুলে স্বপ্নের ভুবনে,
ঠিকানা আজ নরকের তরে,
বিরহে আজ মুগ্ধ আমি,
নিতে চায় সুখের তীব্রতা তাহার তরে,
আজ আমি পথহারা, মায়াহীন বাধনে,
তবে নাহি পায়, দিন শেষে আমার নরক-ই শ্রেয়,
তাহার চরণে মরণের পরেও
নরকের দুয়ার থেকে চাইছি তুমায়
প্রেম ভালবাসা দিবে আমায়,
ও অদৃশ্য প্রেমী এসো তুমি,আমার নীড়ে ফিরে,
সম্মান দিয়ে রাখবো তুমায় মনের কুটিরে,
নরকের ওপারে আমি আছি দাঁড়িয়ে,
স্বর্গের কুলে স্বপ্নের ভুবনে,
ঠিকানা আজ নরকের তরে,
বিরহে আজ মুগ্ধ আমি,
নিতে চায় সুখের তীব্রতা তাহার তরে,
আজ আমি পথহারা, মায়াহীন বাধনে,
তবে নাহি পায়, দিন শেষে আমার নরক-ই শ্রেয়,
তাহার চরণে মরণের পরেও
নরকের দুয়ার থেকে চাইছি তুমায়
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন