পরিচিতি: সিয়াম আকন্দ একজন ফেসবুক তারকা,কবি, লেখক, গানের গীতিকার, সমাজসেবী ও কবিতা প্রেমিক বটে,তার পুরো নাম মো:আব্দুললাহ আল সিয়াম আকন্দ, ১৫ ফ্রেব্রুয়ারী ১৯৯৪ সালে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ধানীখোলায় জম্মগ্রহণ
করেন।তার বাবা বশির উদ্দিন আকন্দ একজন সরকারী স্কুল শিক্ষক এবং মাতা সাবিনা ইয়াসমিন একজন আদর্শ গৃহিনী।তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক ভাই ও এক বোন।ভাই নোমান আকন্দ বাংলাদেশ সেনাবাহিনীর সরকারী সৈনিক ও বোন সায়মা আকন্দ একজন অর্নাস ডিগ্রিধারী.সিয়াম আকন্দ পড়াশুনা করেছেন ময়মনসিংহ শহরের বিখ্যাত শিক্ষালয় ' স্কুল অফ টিটিসি 'তে বা সংক্ষেপে টিটিসি.শৈশবকাল থেকেই সিয়াম আকন্দ একজন বই প্রেমি ও উদার গল্পপন্থী, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, পল্লী জসিম, শেক্সপীয়ার এদের গল্প-কবিতার উপর আগ্রহী ছিলো.. উল্লেখ্য- সিয়াম আকন্দের দুইটি গল্পের ই-বই ইন্টারনেট, যেমন - গুগল বুকস, রকমারি, গুড রিডস ও আমাজন শপে পাওয়া যাচ্ছে, বই দু'টি হলো ' ফেইকনেসলাভ' এবং ' কার্নিভাল পুতিন'।