কবিতা - তুমি আমার ভালোবাসা

লেখক: শেখ মনিরুল হাসান

তুমি আমার আশা, আমার প্রত্যাশা
সকালের শুভ্র রোদের মতো ভালোবাসা।
তুমি আমার জীবনে হয়ে রও অক্ষয়,
তোমায় নিয়ে করবো আমি বিশ্ব জয়,
আমরা বাঁচবো এবং মরবো একসাথে,
কখনো বলোনা বিদায়।
অনেক খুঁজে পেয়েছি আমি সুন্দর একটি হৃদয়,
তোমায় পেয়ে সার্থক আমি,
ধন্য আমার জীবন তব দয়ায়।
ভালোবেসে ভালো রাখো,
তুমি আমার সাথে আজীবন থাকো।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৩৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন