যে যায় সে যায়
শিমুল মুস্তাফা
জীবন যেনো কলোম্বাসের জাহাজ
ভেঙ্গে যায় তবু যায়
হেসে হেসে যায়
ভেসে ভেসে যায়
বলে বলে যায়
না বলেও যায়
যে যায় সে যায়
জেনে যায় নাকি না জেনেই যায়
জানে না সে কোন খানে যায়
যে যায় সে কী জেনে শুনে যায়
নাকি না জেনেই যায়
জেনে শুনে বারবার
নিজেকে হারায়
সব ভুল ভুল নয়
সব পথ পথ নয়
ইসাবেলা তুমিতো ভুলে ভরা রানী
তবু তুমি ভুলে ভরা ভুল
করোনি কখন-ই
চোখে চোখ রেখে
উন্মাদ নাবিককে ভালোবেসে
হাল ধরে যে নাবিক
দিক খুঁজে ফেরে কম্পাস বিহনে
খড়কুটো গুলো ভেসে এসে এসে
বারবার তারে ইঙ্গিত দেয়
চলে এসো তুমি
প্রেমিকাকে ছেড়ে পতিতার ঘরে
ভুল নগরের বসত গেড়ে
ওহে কলোম্বাস
তুমি তো ভুল করোনি
ভুল ঠিকানা ধরে
ভেঙ্গে যায় তবু যায়
হেসে হেসে যায়
ভেসে ভেসে যায়
বলে বলে যায়
না বলেও যায়
যে যায় সে যায়
জেনে যায় নাকি না জেনেই যায়
জানে না সে কোন খানে যায়
যে যায় সে কী জেনে শুনে যায়
নাকি না জেনেই যায়
জেনে শুনে বারবার
নিজেকে হারায়
সব ভুল ভুল নয়
সব পথ পথ নয়
ইসাবেলা তুমিতো ভুলে ভরা রানী
তবু তুমি ভুলে ভরা ভুল
করোনি কখন-ই
চোখে চোখ রেখে
উন্মাদ নাবিককে ভালোবেসে
হাল ধরে যে নাবিক
দিক খুঁজে ফেরে কম্পাস বিহনে
খড়কুটো গুলো ভেসে এসে এসে
বারবার তারে ইঙ্গিত দেয়
চলে এসো তুমি
প্রেমিকাকে ছেড়ে পতিতার ঘরে
ভুল নগরের বসত গেড়ে
ওহে কলোম্বাস
তুমি তো ভুল করোনি
ভুল ঠিকানা ধরে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন