ও আমার শান্ত অধ্যাপক—তপস্যা ভঙ্গ করতে কতবার ব্রত
. রাখলাম
ফোনে ফোনে সুধাধারা গড়িয়ে দিলাম কানে কানে
কাকাতুয়া কাকা বলে একবারও কেন যে ডাকে না সেটা
হয়তো দুপুর জানে, রাত্রি জানে কিছু
বুঝি যে, বিব্রত করছি— ছাত্রীটির জন্য আপনার মায়া হত খুব
সলগ্নকুমারী আসত হিড়িম্বার মতো থপথপ
রিল জানি গড়িয়েই যেত, শুধু সুতোর মুখের দিকে
আমার একান্ত লালা, আমারই হাতের ধরা উন্মাদিনী সূচ

৩১
মন্তব্য করতে ক্লিক করুন