মোহাম্মদ সিয়াম হোসেন

কবিতা - কয়েকটি অণু কবিতা

লেখক: মোহাম্মদ সিয়াম হোসেন

১.
তোমার পাথর বুকের উপর
যদি কখনো ফোটে ফুল।
তখনো তুমি ভেবে নিও
এও মোর ভুল।

২.
আজ চাঁদও ডুবে আছে বিষণ্ণতার শরাবে।
প্রচণ্ড মাস্তি করছে দূষিত ধরাতে।

৩.
যদি বিষণ্ণতাই প্রশান্তি হয়;
তবে থাকুক বিষণ্ণতা জীবনময়।

৪.
একটা জাগ্রত অন্তরের চেয়ে
ভোঁতা অন্তর আমাকে প্রশান্তি দেবে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন