১.
তোমার পাথর বুকের উপর
যদি কখনো ফোটে ফুল।
তখনো তুমি ভেবে নিও
এও মোর ভুল।
২.
আজ চাঁদও ডুবে আছে বিষণ্ণতার শরাবে।
প্রচণ্ড মাস্তি করছে দূষিত ধরাতে।
৩.
যদি বিষণ্ণতাই প্রশান্তি হয়;
তবে থাকুক বিষণ্ণতা জীবনময়।
৪.
একটা জাগ্রত অন্তরের চেয়ে
ভোঁতা অন্তর আমাকে প্রশান্তি দেবে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন