যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা
ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া
যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা
ভালোবাসা নয়- সেটা লালসা
যদি কারো টাকা দেখে ভালোবাসো- সেটা
ভালোবাসা নয়-সেটা লোভ
তাহলে ভালোবাসা কাকে বলে?
যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে-
সেটাই ভালোবাসা
যদি তুমি এক নজর তাকে দেখার জন্য
ছটফট করতে থাকো তাহলে-সেটাই
ভালোবাসা!’

পরে পড়বো
১৪১৭
মন্তব্য করতে ক্লিক করুন