সৌমিত্র চট্টোপাধ্যায়

কবিতা - ধন্যবাদ

সৌমিত্র চট্টোপাধ্যায়
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ বিবিধ কবিতা

এবার হয়তো ধন্যবাদ জানানোর সময়
যা কিছু পেয়েছি তার জন্যে
সফরসঙ্গী ঋতুগুলি যা উজাড় করে দিয়েছে
প্রান্তরে আকাশে অরণ্যে
কিছুই চিরদিনের জন্য নয়
এমনকি এসব আমারই বলে দাবি করতেও পারি না
তবু সম্পদ হয়ে ছিল
যতক্ষণ ভ্রাম্যমান ছিলাম
স্মৃতি হয়ে আছে পথিকের
এসবের জন্যে এবার ধন্যবাদ জানাতে হবে
নদী তোমাকে ধন্যবাদ
আমার শহরের সীমা রচনা করেছ
বৃক্ষরা ধন্যবাদ
প্রাণহীন এর বিরুদ্ধে সীমান্তরক্ষী হয়ে ঋজু আছ
ধন্যবাদ মানবমানবী
না শেখালে ভালোবাসা
মরু বালি ভেঙে ভেঙে যাওয়া বড় দুর্বিষহ হতো-
এবার ধন্যবাদ জানানোর সময়
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)

পরে পড়বো
৮৩৪
মন্তব্য করতে ক্লিক করুন